বুধবার ১২ মার্চ ২০২৫

সম্পূর্ণ খবর

Latest update of Feud between Director's guild and federation of Bengali film industry

বিনোদন | ফেডারেশনের তরফে মেলেনি ইতিবাচক সাড়া, টলিপাড়া থেকে স্বেচ্ছা-নির্বাসনের ঘোষণা পরিচালকদের!

Rahul Majumder | ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৫৪Krishanu Mazumder


নিজস্ব সংবাদদাতা: কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায় এবং শ্রীজিৎ রায়- ফেডারেশনের একাংশ কেন এই পরিচালকদের শুটিং বন্ধ করেছেন, তা ফেডারেশনের কাছে জানতে চেয়ে টলিপাড়ার পরিচালক সংগঠন গতকালই একটি বৈঠকের আহ্বান জানিয়েছিল। 

সেইমতো সন্ধ্যাবেলাতেই ডিরেক্টর্স গিল্ডে হাজির হয়েছিলেন জয়দীপ। তাঁর ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছিলেন শ্রীজিৎ রায়,  ডিরেক্টর্স গিল্ডের সভাপতি সুব্রত সেন, সম্পাদক সুদেষ্ণা রায়, সংগঠনের কার্যকরী কমিটির সদস্য রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচাৰ্য-সহ উপস্থিত গিল্ড-এর পরিচালক সদস্য। দীর্ঘক্ষণ বৈঠক চলে পরিচালকদের। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডিরেক্টরস গিল্ড এর তরফে জানানো হয় আজকের এই বৈঠকে ফেডারেশনের কর্তা ব্যক্তিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছিল তবে সেই তরফ থেকে কোনও সাড়া পাননি তাঁরা। না কোনও ফোন অথবা ই-মেল। ফলে বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে শুটিং ফ্লোরে যাবেন না পরিচালকেরা। তবে পরিচালকের সংগঠন চান না যে শুটিং বন্ধ হোক, তাই পরিচালক ছাড়া যদি ধারাবাহিক, সিরিজ, ছবির কাজ চলতে পারে তো চলুক। কিন্তু তাঁরা ফ্লোরে যাবেন না। তবে ডিরেক্টর্স গিল্ডের তরফে জানানো হয়, টলিপাড়ায় পরিচালকেরা ফের ফিরতে পারেন যদি ফেডারেশনের তরফে কয়েকটি শর্ত মানা হয়। কী কী সেই শর্ত?

১) আমাদের সমস্ত দাবিগুলোকে লিখিত আকারে উত্তর দিতে হবে। সংবাদমাধ্যমে দেওয়া বা আলোচনায় করা মৌখিক প্রতিশ্রুতিতে আমাদের আস্থা নেই। কারণ, আমরা দেখেছি ২০২৪-এর জুলাইয়ে মাননীয়া মুখ্যমন্ত্রীর দেওয়া নির্দেশ ( যে কোনওভাবেই টলিপাড়ায় কাজ বন্ধ করা যাবে না) ফেডারেশনের কর্তাব্যক্তিরা হেলায় অগ্রাহ্য করেছেন।  

২) যে তিনজন পরিচালককে ব্ল্যাকলিস্ট করে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, লিখিতভাবে জানাতে হবে তাঁরা প্রত্যেকে তাঁদের প্রজেক্ট নির্দ্বিধায় যেন শুরু করতে পারেন।

৩) ফেডারেশনকে লিখিতভাবে জানাতে হবে যে কোনও অবস্থাতে লিখিত বা মৌখিক নির্দেশে কাউকে ব্ল্যাকলিস্ট করা হবে না।

৪) পরিচালক, প্রযোজক এবং প্রোডাকশনের তরফ থেকে ফেডারেশনকে টেকনিশিয়ানদের তালিকা শুটিংয়ের আগে অবশ্যই দেওয়া হবে। কিন্তু সেই তালিকা দেওয়ার সঙ্গে ফেডারেশনের তরফ থেকে কোন অনুমতি আসার কোনও প্রশ্ন থাকবে না। প্রযোজক এবং পরিচালক নির্দ্বিধায় কাজ শুরু করতে পারবেন। তালিকা নিয়ে কোনও সমস্যা থাকলে তা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু কোনও অবস্থাতেই পরিচালকের কাজ বন্ধের নির্দেশ মৌখিক বা লিখিতভাবে দেওয়া যাবে না।

৫) কোন ব্যক্তি বিশেষ নিয়ে সমস্যা থাকলে তার সংশ্লিষ্ট গিল্ডকে জানাতে হবে। সেই গিল্ড তার সদস্যদের নিয়ে ফেডারেশনের সঙ্গে আলোচনায় বসবে। কিন্তু কোনওভাবেই সেই পরিচালকের কাজ আটকানো যাবে না।


Director'sGuildFederationOfBengaliFilmIndustry

নানান খবর

নানান খবর

কার্তিক-শ্রীলিলার সম্পর্ক নিয়ে প্রকাশ্যে ইঙ্গিত অভিনেতার মা-র! সবকিছুই কি সত্যি না ছবির প্রচার পরিকল্পনা?

শাহরুখের এই ছবির জন্য বাতিল হয়েছিল বহু বিয়ে! কী এমন হয়েছিল? দু’দশক পর সামনে এল সত্যি

‘সিকান্দর’-এ মৃত্যু হবে রশ্মিকার? কার জন্য ‘পাচক ঠাকুর’ হলেন শাহরুখ খান?

দোল ‘ভয়ঙ্কর’ ভালবাসেন, অথচ ছেলে ঝিনুকের সঙ্গে কেন কোনওদিন হুল্লোড় করে রং খেলেননি শ্রাবন্তী?

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শুভস্মিতা মুখোপাধ্যায়, এখন কেমন আছেন 'হরগৌরী পাইস হোটেল'র অভিনেত্রী?

নায়ক মারা যেতেই তরতরিয়ে বাড়ল 'গৃহপ্রবেশ'-এর জনপ্রিয়তা! নায়িকার চোখের জলেই কি বাড়বে টিআরপি?

বসন্ত বাতাসে প্রেমে মাখামাখি রোহন-ঋত্বিকা! কবে পরিণতি পাবে জুটির ভালবাসা?

শো-এর টিকিট বিক্রির সাড়ে ৩ লক্ষ টাকা দেওয়া হল দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত দুই শিশুর পরিবারকে! বিরল দৃষ্টান্ত নৈহাটি ব্রাত্যজনের

সিকিমের পাহাড় থেকে জঙ্গলে প্রেমিকের সঙ্গে ছুটে বেড়াচ্ছেন মধুমিতা, মনের মানুষকে খোলা চিঠিতে কী লিখলেন?

‘কেবিসি’কে পাকাপাকি বিদায় অমিতাভের? ‘শাহেনশাহ’র পর হট সিটে কে- ধোনি না ঐশ্বর্য?

"এখনও বাসে মেয়েদের কেন ব্যাগ দিয়ে বুক চেপে রাখতে হয় জানি!" আজকাল ডট ইনে বিস্ফোরক মিমি

Exclusive: রবি ঠাকুরের এই বিখ্যাত ছোটগল্প নিয়ে ছোটছবি তৈরির প্রস্তুতি শুরু প্রভাত রায়ের, সুরকারের দায়িত্বে কবীর সুমন!

প্রকাশ্যে এল 'আমার বস'-এর মুক্তির দিন বদলের কারণ, ঠিক কী কারণে এই সিদ্ধান্ত? জানালেন নন্দিতা-শিবপ্রসাদ

ফের ত্রিকোণ প্রেমে অনুরাধা মুখোপাধ্যায়! নায়িকা না খলনায়িকা? কোন চরিত্রে ফিরছেন অভিনেত্রী?

বলিউডকে পিছনে ফেলে কেন রমরমিয়ে এগিয়ে যাচ্ছে দক্ষিণী ছবি? গোপন তথ্য ফাঁস আমিরের!


সোশ্যাল মিডিয়া